November 1, 2025
দেশ

বিহার নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে পাটনায় নিতীশ–অমিত শাহ বৈঠক

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টনের জট খুলতে বৃহস্পতিবার পাটনায় মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর মধ্যে বৈঠক হয়। প্রায় ২০ মিনিটের এই বৈঠকে বিজেপি ও জেডিইউ-র শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। যদিও বৈঠকের পর কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউ-র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা, বিহারের মন্ত্রী বিজয় চৌধুরি, বিজেপির বিহার প্রভারি বিনোদ তাওড়ে, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল, প্রাক্তন সভাপতি সঞ্জয় জয়সওয়াল এবং রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক ভিখুভাই দালসানিয়া।

এর আগের দিন রাতেই শাহ বিহারের বিজেপি নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন। বৃহস্পতিবার তিনি দেহরি ও বেগুসরাইয়ে দলীয় কর্মীদের সমাবেশে বক্তৃতা করে বিজেপি সংগঠনকে উজ্জীবিত করার চেষ্টা করেন। শাহ বলেন, এই নির্বাচন শুধু সরকার গড়ার জন্য নয়, বরং এনডিএ-কে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য। শাহাবাদ অঞ্চলে অন্তত ৮০% আসন বিজেপি ও জোটের দখলে আনার আহ্বান জানান তিনি। শাহ কর্মীদের উদ্দেশে বলেন, “মোদীজি ও নিতীশ কুমারের উন্নয়নের কাজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন। আজ থেকেই শপথ নিন, মোদীজির নেতৃত্বে শক্তিশালী এনডিএ সরকার গড়ব।”

তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি তীব্র আক্রমণ শানান। রাহুলের ভোটার অধিকার যাত্রাকে তিনি আখ্যা দেন ‘অনুপ্রবেশকারীদের বাঁচাও যাত্রা’

শাহ অভিযোগ করেন, কংগ্রেস বিহারের শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুৎ, রাস্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর না দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষার রাজনীতি করছে।

শাহ দাবি করেন, আগামী নির্বাচনে এনডিএ-র জয় এতটাই নিরঙ্কুশ হবে যে পরের বার তেজস্বী যাদব নির্বাচনে দাঁড়ানোর সাহসও পাবেন না।

Related posts

Leave a Comment