নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর: সোমবার রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারি বাসভবনে প্রায় ৪৫ মিনিট ধরে একান্ত বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, বৈঠকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ইস্যু এবং সংগঠনের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুভেন্দু বৈঠকে অভিযোগ করেন, বিরোধী দলনেতা হিসেবে তাঁকে রাজ্যে কার্যত ‘টার্গেট’ করা হচ্ছে। দলের অন্যান্য নেতাদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায় আলোচনায়। কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়েও মতবিনিময় হয়েছে বলে সূত্রের খবর।
রাজনৈতিক প্রসঙ্গ ছাড়াও ব্যক্তিগত সৌজন্যে শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। দুর্গাপুজোর সময়ে বাংলায় এসে মাতৃআরাধনার সাক্ষী হওয়ার আহ্বান জানান তিনি। শাহ ইতিবাচক সাড়া দিয়েছেন বলেই জানা গিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সংগঠন চাঙা করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলায় উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে শাহ-শুভেন্দুর বৈঠক ভবিষ্যতের কৌশল রূপায়ণে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
এখন নজর—দুর্গাপুজোর আগে শাহ কবে বাংলায় পা রাখেন, আর তাঁর সফরের সময় বিজেপি রাজ্যে কী নতুন বার্তা নিয়ে আসে।
