বারাসত: ভারতের সর্ববৃহৎ গ্রামীণ ডাক্তারদের ট্রেড ইউনিয়ন রুরাল ডক্টর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (RDAI)-র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনার নীল দর্পণ সভাগৃহে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বাপ্পা রায়। পাশাপাশি ছিলেন সংগঠনের উচ্চপদস্থ নেতৃত্ব ডাঃ কিসুন সিং, ডাঃ সমীর ঘোষ, ডাঃ মুজাফফর হোসেন এবং ডাঃ পরশুরাম রায়।
সম্মেলনে রোবোটিক সার্জারির জটিল প্রক্রিয়া নিয়ে বিশদে আলোচনা করেন খ্যাতনামা অর্থোপেডিক সার্জন ডাঃ মনোজ কুমার আগরওয়াল। উপস্থিত ছিলেন রেডিওলজিস্ট ডাঃ কাজল রায় এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ বিশেষজ্ঞ ডাঃ এন বি কাঞীলালও।
ডাঃ বাপ্পা রায়ের বক্তব্য, “গ্রামীণ ডাক্তারদের ট্রেড ইউনিয়নটি সংবিধান দ্বারা স্বীকৃত। গোটা দেশে এটিই একমাত্র সংগঠন, যা পেশাগতভাবে ট্রেড ইউনিয়নের মর্যাদা পেয়েছে। অথচ দীর্ঘদিন গ্রামে থেকে মানুষের চিকিৎসা করার পরেও তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।” তাঁর অভিযোগ, গ্রামীণ ডাক্তাররা সারা বছর রোদ-বৃষ্টি-ঝড়-ঝঞ্ঝা কিংবা মহামারী, সব উপেক্ষা করে পরিষেবা দিয়ে আসছেন। প্রয়োজন হলে অভিজ্ঞতার জোরে সময়মতো রোগীকে বড় হাসপাতালে পাঠিয়ে জীবন বাঁচাচ্ছেন। তবু তাঁদের উপর চলছে নানা অবিচার।
সম্মেলনে ডাঃ কিসুন সিং এবং ডাঃ সমীর ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, বৃহত্তর আন্দোলনের জন্য এখনই তৈরি হতে হবে সমস্ত গ্রামীণ ডাক্তারদের। অন্য দিকে ডাঃ মুজাফফর হোসেন ঘোষণা করেন, খুব শীঘ্রই কলকাতায় একটি প্রকাশ্য সমাবেশ ডাকা হবে যেখানে পশ্চিমবঙ্গের সব জেলার গ্রামীণ চিকিৎসকরা একত্রিত হবেন।
ডাঃ সমীর ঘোষ আরও জানান, RDAI-র উত্তর ২৪ পরগনা জেলা সংগঠন নিয়মিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে। এর মাধ্যমে চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যেমন আরও দক্ষ হচ্ছেন, তেমনই চিকিৎসক নৈতিকতা সম্পর্কেও সচেতন করা হচ্ছে তাঁদের।
সম্মেলনের শেষে ডাক্তারদের মধ্যে ঐক্য গড়ে তোলার বার্তাই উঠে আসে জোরালো ভাবে।
