November 1, 2025
দেশ

৫টি বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা চালু করলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে লখনউ, তিরুবনন্তপুরম, তিরুচি, কোঝিকোড় ও অমৃতসর বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন—ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম (FTI–TTP) উদ্বোধন করেন।২০২৪ সালে প্রথমে দিল্লি বিমানবন্দরে এই সুবিধা চালু হয়। এরপর মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, কোচি এবং আহমেদাবাদে এটি চালু হয়েছিল।

এদিন আরও পাঁচটি বিমানবন্দর যুক্ত হওয়ায় মোট ১৩টি বিমানবন্দরে একসঙ্গে এই প্রক্রিয়া কার্যকর হলো।শাহ জানান, এই প্রকল্প যাত্রীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশের পরিবর্তনগুলোকেও তুলে ধরার সুযোগ করে দেবে। তিনি বলেন, ভ্রমণকারীদের এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না বা ম্যানুয়াল চেকিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না— মাত্র ৩০ সেকেন্ডেই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স মিলবে।

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রায় ৩ লক্ষ যাত্রী ইতিমধ্যেই এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ২.৬৫ লক্ষ এটি ব্যবহার করেছেন। ভবিষ্যতে নতুন যাত্রীদের জন্য আরও নিবন্ধন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে নবি মুম্বই ও জেওয়ার বিমানবন্দরেও এই সুবিধা চালুর পরিকল্পনা করেছে। শাহ বলেন, গত ১১ বছরে আন্তর্জাতিক যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Speed, Scale, Scope ভিশনের সঙ্গে তাল মিলিয়েই এই প্রকল্প এগিয়ে যাচ্ছে।

শাহ জোর দিয়ে বলেন, কেবল সুবিধা দেওয়াই যথেষ্ট নয়; সর্বাধিক যাত্রীকে যাতে এর আওতায় আনা যায় সে দিকেও উদ্যোগ নিতে হবে। এজন্য পাসপোর্ট ও ওসিআই কার্ড ইস্যুর সময়েই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা উচিত।তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় নাগরিকদের পাশাপাশি ওসিআই কার্ডধারীরাই এই সুবিধা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

Related posts

Leave a Comment