সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম ভাঙিয়ে তৈরি একাধিক অন্তরঙ্গ ছবি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এই ছবি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে বানানো— এমনটাই অভিযোগ অভিনেত্রীর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন ঐশ্বর্য।অভিনেত্রীর দাবি, তাঁর অনুমতি ছাড়াই ছবি বিকৃত করে প্রকাশ্যে আনা হচ্ছে। কেবল তাই নয়, কফি মগ, টি-শার্টসহ বিভিন্ন পণ্য বিক্রির ক্ষেত্রেও তাঁর ছবি ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
ঐশ্বর্যের আইনজীবী আদালতে নথিপত্র জমা দিয়ে এই ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধের আবেদন জানিয়েছেন।এর আগে একই সমস্যায় পড়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁর কণ্ঠস্বর ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার হওয়ায় আদালত হস্তক্ষেপ করে নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই একই পরিস্থিতির শিকার হলেন ঐশ্বর্য।আসলে এআই প্রযুক্তির অপব্যবহারের ফলে একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি গায়িকা শ্রেয়া ঘোষাল ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা-র বিরুদ্ধেও একই ঘটনা ঘটেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।তবে এবারে বচ্চনবধূ নিজেই আদালতের শরণাপন্ন হয়ে জানিয়ে দিলেন— তাঁর ব্যক্তিগত মর্যাদা ও ছবি বিনা অনুমতিতে ব্যবহার করলে আইনের আশ্রয় নিতে তিনি পিছপা হবেন না।
