রাঁচি ইনস্টিটিউট অব নিউরো সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (RINPAS) বৃহস্পতিবার শতবর্ষ পূর্তি উদ্যাপন করল। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন একটি বিশেষ ডাকটিকিট, স্মারক, এবং চারটি গ্রন্থ প্রকাশ করা হয়। সাবেক পরিচালক, শিক্ষক ও কর্মীদেরও সম্মানিত করা হয়।
১৯২৫ সালে প্রতিষ্ঠিত রিনপাস পূর্ব ভারতের মানসিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে একশো বছর পূর্ণ করেছে। মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠাতাদের দূরদর্শিতার প্রশংসা করে বলেন, “একশো বছরের সেবা, নিষ্ঠা ও আস্থার গৌরবময় যাত্রা সম্পূর্ণ করায় আমি অভিনন্দন জানাই।”শতবর্ষ উপলক্ষে টেলি-মানসিক স্বাস্থ্য ভিডিও কনফারেন্সিং পরিষেবা এবং ডিজিটাল একাডেমি চালু করা হয়েছে, যা চিকিৎসা ও প্রশিক্ষণ সহজলভ্য করবে।
সোরেন ঘোষণা করেন, রিনপাসের অবকাঠামো ও একাডেমিক ব্যবস্থা পর্যালোচনা করে আধুনিকীকরণ করা হবে।তিনি মানসিক অসুস্থতাকে ঘিরে সামাজিক কুসংস্কারের কথাও উল্লেখ করেন। অনেক পরিবার রোগীদের ত্যাগ করে বা বাড়িতে আটকে রাখে, যা সমাজ ও ব্যক্তির জন্য ক্ষতিকর। তিনি সহজ ও যত্নশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ, স্বাস্থ্য মন্ত্রী ইরফান আনসারি, বিভিন্ন বিধায়ক, স্বাস্থ্য সচিব অজয় কুমার সিং, নিমহান্স পরিচালক প্রতিমা মূর্তি, ডাক বিভাগের প্রধান বিদ্যান চন্দ্র রায় এবং রিনপাস পরিচালক অমুল রঞ্জন সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
