November 1, 2025
দেশ

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে জার্মানির পূর্ণ সমর্থন: পররাষ্ট্রমন্ত্রী ভাডেফুল

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল জানিয়েছেন, তাঁর দেশ ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত চূড়ান্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ভাডেফুল বলেন, জার্মানি এই চুক্তির পক্ষে সম্পূর্ণভাবে রয়েছে এবং ইউরোপীয় কমিশনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তাদের প্রভাব কাজে লাগাবে।তিনি বলেন, “আমরা মুক্ত বাণিজ্যের পক্ষে… ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারতের সঙ্গে এই চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই দ্রুত সফল হোক।”

মঙ্গলবার ভাডেফুল বেঙ্গালুরু সফরে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে জার্মান ভাষা শেখার প্রবণতা দেখে মুগ্ধ হন। তিনি বলেন, “অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে আমরা ইতিমধ্যেই একসঙ্গে অনেক কিছু করছি। প্রচুর ছাত্রছাত্রী জার্মান শিখছে, যা আমাদের দুই দেশের সম্ভাবনার প্রমাণ।”দিল্লিতে এসে ভাডেফুল বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও বৈঠক করেছেন।

জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান এ বৈঠককে “বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনী সম্পর্ক মজবুত করার ফলপ্রসূ আলোচনা” বলে উল্লেখ করেছেন।পীযূষ গয়াল বলেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক অগ্রসর পর্যায়ে পৌঁছেছে এবং ২০২৫ সালের মধ্যে তা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে।

Related posts

Leave a Comment