September 3, 2025
দেশ

প্রধানমন্ত্রীর মাকে অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার বিহারে বিজেপির ডাকা ‘বন্ধ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্যের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘বিহার বন্ধ’ ডেকেছে বিজেপি। এই মন্তব্য করা হয়েছিল INDIA জোটের সম্প্রতি শেষ হওয়া ‘ভোটার অধিকার যাত্রা’-র মঞ্চ থেকে।বিজেপি আহ্বান জানিয়েছে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তাঘাট ও সাধারণ পরিবহন বন্ধ রাখার জন্য। তবে জরুরি পরিষেবা ও রেল পরিষেবা এর আওতার বাইরে থাকবে।

এই আন্দোলনের নেতৃত্বে থাকবে বিজেপির মহিলা মোর্চা—রাজ্যজুড়ে প্রথমবারের মতো এই সংগঠন একটি ‘বন্ধ’-এর নেতৃত্ব দেবে। এনডিএর সব শরিক দলই এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।বিজেপি রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন,“এই ঘটনা গণতন্ত্রের কলঙ্ক। কোনো রাজনৈতিক মঞ্চে মাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার কল্পনাতীত।”এর আগে, প্রধানমন্ত্রী মোদি বিহারে ‘জীবিকা দিদি’দের (মহিলা স্ব–সাহায্য গোষ্ঠীর সদস্য) সঙ্গে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেন,

“বিরোধীরা শুধু আমার মাকে নয়, দেশের কোটি কোটি মায়ের অপমান করেছে। তাঁদের উচিত ‘ছট্ঠি মাইয়া’র কাছে ক্ষমা চাওয়া।”অভিযোগে অভিযুক্ত যুবক মোহাম্মদ রিজভি ওরফে রাজাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি কংগ্রেস ও রাজদ নেতারাও নিন্দা করেছেন।তবে কংগ্রেস দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে দলের কোনো যোগ নেই এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে ব্যবহার করছে ‘ভোটার অধিকার যাত্রা’ থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য। কংগ্রেস পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

Related posts

Leave a Comment