September 3, 2025
দেশ

৫ সেপ্টেম্বর অযোধ্যা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে আগামী ৫ সেপ্টেম্বর অযোধ্যা সফরে আসছেন।৩ সেপ্টেম্বর তিনি ভুটান থেকে বিহারে পৌঁছবেন এবং সেখান থেকে ৫ সেপ্টেম্বর অযোধ্যার উদ্দেশে যাত্রা করবেন।

অযোধ্যায় অবস্থানকালে তিনি ভগবান শ্রী রামলালার দর্শন ও পূজা করবেন, পাশাপাশি হনুমানগড়ী ও শহরের অন্যান্য প্রধান মন্দিরও পরিদর্শন করবেন।জেলা প্রশাসন তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেবে। তাঁর সম্মানে বিশেষ ভোজের আয়োজন করা হবে। জেলামন্ত্রী এবং উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী সুর্য প্রতাপ শাহী সহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।মঙ্গলবার জেলা শাসক নিখিল টিকারাম ফুন্ডে এবং এসএসপি ড. গৌরব গ্রোভার রামজন্মভূমি কমপ্লেক্স ও অন্যান্য স্থান পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।অধিকর্তারা জানিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রীর সফরকালে ভক্তদের নিরাপত্তা ও সুবিধাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।এই সফর কেবল ধর্মীয় তাৎপর্যপূর্ণ নয়, বরং ভারত–ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতীকও বটে। পূজা–অর্চনার পর তিনি অযোধ্যা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

Related posts

Leave a Comment