November 1, 2025
দেশ

আসানসোলে কিশোরী হত্যাকাণ্ড: প্রেমিকের সঙ্গে দেখা করতেই বিপদ, গ্রেপ্তার যুবক

আসানসোলের ডামরা এলাকা থেকে এক স্কুলছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। মৃতা দশম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে দেখা করার পরই মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই প্রেমিক রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিকেলে পলাশডাঙা জঙ্গলের ঝোপের ভিতরে লুকোনো দেহটি দেখতে পান। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে সিগারেটের ছ্যাঁকার দাগ, গলায় চিহ্ন ও মুখে রক্ত পাওয়া গেছে। তবে ধর্ষণ হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়েছিল মেয়েটি। কিন্তু সেদিন স্কুলেই যায়নি। বাড়ি না ফেরায় পরের দিন সকালে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মেয়েটির দেহ উদ্ধার হয়। তরুণীর বাবার দাবি, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার সময় রাকেশ সিংয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল মেয়ের। তারপর আর সে বাড়ি ফেরেনি। তাঁর কথায়, “যেভাবে মেয়ের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ওকে নির্যাতনের পর খুন করা হয়েছে। দোষীদের কড়া শাস্তি চাই।” তদন্তকারীরা জানিয়েছেন, একটি পারিবারিক অনুষ্ঠানে রাকেশ ও ওই কিশোরীর আলাপ হয়েছিল।

এরপর থেকেই বাবার মোবাইল ব্যবহার করে তাঁদের মধ্যে যোগাযোগ চলত। এই ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, “ডামরা থেকে এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।” পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরের গোপাল মাঠ এলাকায়।

পুলিশ জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত সত্য সামনে আসবে।

Related posts

Leave a Comment