আলিপুর আদালত শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের একত্রবাসের আর্জি খারিজ করেছে। একই সঙ্গে খারিজ হয়েছে শোভনের দেওয়া বিবাহবিচ্ছেদের আবেদনও।
শোভনের প্রতিক্রিয়া:
- রায়ের কপি হাতে না পেলেও শোভন জানিয়েছেন, “এই সম্পর্কের প্রতি আমার আর কোনও সামাজিক দায়বদ্ধতা নেই।”
- আইনগত যে বাধ্যবাধকতা এখনও রয়েছে, তা কেটে ফেলার জন্য তিনি উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন।
- তিনি বলেন, “আদালতই বলেছে সম্পর্ক তিক্ত এবং মেরামতির পথ নেই। তাহলে বিচ্ছেদেও আপত্তি কোথায়?”
পটভূমি:
- গত আট বছর ধরে শোভন-রত্নার মামলাটি আলিপুর আদালতে চলছিল। একবার হাইকোর্টে গিয়েও তা ফেরত আসে।
- রত্না এখনও থাকেন বেহালার পর্ণশ্রীতে শোভনের বাড়িতে, আর শোভন থাকেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কে।
শোভনের ব্যক্তিগত মন্তব্য:
- বৈশাখীর সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে বলেই জানান তিনি: “আমাদের সম্পর্ক হৃদয়ের। একসঙ্গেই ছিলাম, একসঙ্গেই থাকব।”
- রত্নার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আমি আজ আর ক্ষমতাশালী নই। বরং রাজনৈতিকভাবে রত্নাই ক্ষমতাশালী। সেই প্রভাবেই মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়েছে।”
- শোভনের দাবি, আদালতের রায়ে তাঁর কথার অনেকটাই প্রতিফলিত হয়েছে। যা হয়নি, তা প্রমাণ করতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
