November 1, 2025
দেশ

ভারত শিখরে পৌঁছতে হলে সমাজকে ভগবান রামের আদর্শ গ্রহণ করতে হবে: শেখাওয়াত

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বৃহস্পতিবার বলেন, ভারতকে শিখরে পৌঁছাতে হলে সমাজকে ভগবান রামের আদর্শের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি আরও জানান, রামলীলা এই সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।মন্ত্রী বলেন, যে দিনে ভগবান রাম স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন, সেদিন থেকেই ভারতের নতুন সৌভাগ্যের সূচনা হয়েছিল।

দিল্লিতে সনাতন সংস্কারাম পরিবার এ বছরের রামলীলা উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। বৃহস্পতিবার রোহিনী সেক্টর-২৩-এর ডিডিএ রামলীলা ময়দানে ভূমি পূজনের আয়োজন করা হয়।দিল্লির সমাজকল্যাণমন্ত্রী রবীন্দ্র ইন্দ্রাজ জানান, এ বছর রাজধানীতে অনুষ্ঠিতব্য রামলীলা হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ।

তিনি বলেন, রামলীলা কেবল একটি উৎসব নয়, বরং এটি সনাতন ধর্মের চিরন্তন মূল্যবোধ প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার এক ঐশ্বরিক প্রচেষ্টা।অন্যদিকে, সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “রামলীলা আমাদের সত্য, ন্যায়নীতি ও আদর্শ জীবনের শিক্ষা দেয়। পাশাপাশি ভক্তিগীতি ও সাংস্কৃতিক বার্তা দর্শকদের হৃদয়ে পৌঁছে দেয়।”

Related posts

Leave a Comment