November 1, 2025
দেশ

কাউন্টার-ড্রোন জ্যামারে নিজস্ব রাডারে বিঘ্ন: অপারেশন সিনদুর পর নৌবাহিনীর স্বীকারোক্তি

অপারেশন সিনদুর চলাকালে পশ্চিম উপকূলে মোতায়েন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহৃত কাউন্টার-UAV জ্যামার সিস্টেম নিজস্ব রাডার কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে বলে স্বীকার করেছেন নৌবাহিনীর ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতি।আর্মি ওয়ার কলেজ, মহৌ-তে অনুষ্ঠিত রন সংবাদ ২০২৫–এ তিনি জানান, শত্রুপক্ষের ড্রোন নিষ্ক্রিয় করতে এই সিস্টেম জরুরি হলেও জ্যামার ব্যবহারে ঘন ইলেক্ট্রোম্যাগনেটিক পরিবেশে রাডার বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি সতর্ক সিস্টেম ইন্টিগ্রেশন ও ইলেক্ট্রোম্যাগনেটিক ম্যানেজমেন্টের ওপর জোর দেন।সোবতি জানান, পাহালগাম হামলার পর সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় নৌবাহিনী দ্রুত যুদ্ধজাহাজ মোতায়েন করে। ৯৬ ঘণ্টার মধ্যেই সব অপারেশনাল জাহাজ সমুদ্রে পাঠানো হয় এবং বিমানবাহী রণতরী বিক্রান্ত-এ ১৫টি মিগ-২৯ যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়। এর ফলে পাকিস্তান নৌবাহিনী উপকূলের বাইরে আসতে সাহস পায়নি।তিনি বলেন, অপারেশন সিনদুর নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

এর মধ্যে কিছু ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর হয়েছে, আরও কিছু দ্রুত বাস্তবায়ন হচ্ছে। তিনি দীর্ঘ-পাল্লার আক্রমণ সক্ষমতা ও দেশীয় অ্যান্টি-ড্রোন প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেন।নৌবাহিনী মনে করছে, স্বল্পমূল্যের ড্রোনের প্রসার একটি বড় হুমকি। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সস্তা ড্রোন ভূপাতিত করা যৌক্তিক নয়। তাই দেশীয় কাউন্টার-UAV সিস্টেম তৈরি অপরিহার্য।অপারেশনের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে সোবতি তা প্রকাশে অস্বীকৃতি জানান, তবে জোর দিয়ে বলেন—“অপারেশন সিনদুর এখনো শেষ হয়নি, আগামীকাল আর গতকালের মতো হবে না।”

Related posts

Leave a Comment