November 1, 2025
দেশ

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির পাল্টা অভিযোগ: “ভিত্তিহীন অভিযোগে মানুষকে বিভ্রান্ত করছেন”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা ও পাটনা সাহিবের সাংসদ রবি শঙ্কর প্রসাদ। রবিবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগের জন্য ক্ষমা চাইতেও বলেন।

রবি শঙ্কর প্রসাদ বলেন, “২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ৩৭, বিজেপি ৩৩ এবং কংগ্রেস ৬টি আসনে জিতেছে। মহারাষ্ট্রে কংগ্রেস ১৩, বিজেপি ৯, শিবসেনা ৯ এবং এনসিপি ৮ আসনে জিতেছে। কংগ্রেস হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানায় সরকারও গঠন করেছে। এই নির্বাচনের সবই তো ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করেছে। তখন কোনো আপত্তি নেই, আর হারলেই কমিশনকে দোষারোপ—এ কেমন যুক্তি? তিনি আরও বলেন, “যদি মানুষ রাহুল গান্ধীকে ভোট না দেয়, তাতে নির্বাচন কমিশন কী করতে পারে? হরিয়ানা, দিল্লি ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে কারণ মানুষ রাহুল গান্ধীর মিথ্যা বুঝে ফেলেছে।”

প্রসাদ অভিযোগ করেন, রাহুল গান্ধী লাগাতার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করছেন।
তিনি বলেন, “আজ নির্বাচন কমিশন, এর আগে ছিল ‘চৌকিদার চোর হ্যায়’। কখনও প্রধানমন্ত্রী, কখনও গণমাধ্যম—সবাই তাঁর আক্রমণের নিশানা। কিন্তু রাহুল গান্ধীকে বুঝতে হবে, ইচ্ছে মতো কথা বলে দেশকে বিভ্রান্ত করা যাবে না।”

তেজস্বী যাদবকে উদ্দেশ্য করে বিজেপি নেতা বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে তিনি ভাষা ব্যবহার করছেন, তা গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে তিনবার প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাঁকে মিথ্যাবাদী বলার জন্য তেজস্বী যাদবের ক্ষমা চাওয়া উচিত। আর রাহুল গান্ধীর প্রভাবে তাঁর মতো রাজনীতি করা থেকে বিরত থাকা উচিত।”

Related posts

Leave a Comment