ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান ভি নারায়ণন শনিবার দেশের ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচির এক উচ্চাভিলাষী রোডম্যাপ প্রকাশ করেছেন, যেখানে নতুন একাধিক মিশনের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে চন্দ্রযান-৪, শুক্র গ্রহ কক্ষপথ মিশন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে প্রযুক্তিগতভাবে উন্নতমানের মানব অবতরণ। নয়াদিল্লিতে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসরো প্রধান জানান, ২০৩৫ সালের মধ্যে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ (BAS) স্থাপন করবে, যার প্রথম মডিউল ২০২৮ সালেই উৎক্ষেপণ করা হবে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও ভিশন অনুযায়ী আমরা চন্দ্রযান-৪ মিশন করব, শুক্র গ্রহে অরবিটার মিশন করব এবং ২০৩৫ সালের মধ্যে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন হবে।” নারায়ণন আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই নেক্সট জেনারেশন লঞ্চারের অনুমোদন দিয়েছেন এবং ২০৪০ সালের মধ্যে ভারত চাঁদে মানব অবতরণ ঘটাবে ও নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনবে।
ইসরো প্রধানের দাবি, আগামী এক দশকের শেষে ভারতের মহাকাশ কর্মসূচি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সমকক্ষ হয়ে উঠবে। জাতীয় মহাকাশ দিবসে দিল্লিতে ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মডেলও উন্মোচন করা হয়। উল্লেখ্য, চন্দ্রযান-৩ এবং আদিত্য-এল১ মিশনের সাফল্যের পর প্রধানমন্ত্রী মোদি ভারতীয় বিজ্ঞানীদের নতুন ও উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করতে আহ্বান জানান, যার মধ্যে ছিল ২০৩৫ সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন গড়ে তোলা এবং ২০৪০ সালের মধ্যে প্রথম ভারতীয়কে চাঁদে পাঠানো। পাশাপাশি, তিনি বিজ্ঞানীদের শুক্র গ্রহের কক্ষপথ মিশন ও মঙ্গল ল্যান্ডারের মতো আন্তঃগ্রহীয় মিশনেও কাজ করার আহ্বান জানান।
