উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিজেপি নেতা ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। কোয়েম্বটুর থেকে দু’বারের সাংসদ এই বর্ষীয়ান রাজনীতিকের রাজনৈতিক অভিজ্ঞতা চার দশকেরও বেশি সময়ের। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে বেছে নিয়েছে তাঁর আলাদা রাজনৈতিক প্রোফাইল এবং নীরব অথচ কার্যকর কাজের ধরনকে সামনে রেখে।
সাম্প্রতিক কালে কয়েকজন রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে শিরোনামে এসেছেন— যেমন তামিলনাড়ুর আর.এন. রবি, পশ্চিমবঙ্গের সি.ভি. আনন্দ বোস কিংবা প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ও সত্যপাল মালিক। কিন্তু রাধাকৃষ্ণণ সেই দলে নন। ঝাড়খণ্ডের রাজ্যপাল থাকাকালীন বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষায় জোর দিয়েছিলেন।
মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও তাঁর ভূমিকা ছিল নীরব ও সংযত। রাজ্যসভার চেয়ারম্যানের মতো পদে যে ধৈর্য, সংযম ও নিরপেক্ষতা প্রয়োজন, রাধাকৃষ্ণণের কাজের ধরণেই তার আভাস পাওয়া যায়। এই কারণেই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, তিনি অন্যদের থেকে খানিকটা হলেও আলাদা এবং উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত।
