November 1, 2025
দেশ

সামরিক প্রশিক্ষণে অক্ষমতা: ক্যাডেটদের দুরবস্থা নিয়ে কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের জবাবদিহি চাওয়া

সামরিক প্রশিক্ষণের সময় আহত হয়ে স্থায়ী অক্ষমতায় ভোগা ক্যাডেটদের সমস্যার সমাধান খুঁজতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চেয়েছে। বেঞ্চে বিচারপতি বি.ভি. নাগরথ্না ও বিচারপতি আর. মহাদেবন বলেন, প্রতিবন্ধী ক্যাডেটদের মাসিক ভাতা বাড়ানো, বিমা কাভার দেওয়া, চিকিৎসার পর পুনর্মূল্যায়ন এবং পুনর্বাসনের প্রশিক্ষণ দেওয়ার মতো ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে।

এছাড়া ২০১৬ সালের প্রতিবন্ধী অধিকার আইন (Rights of Persons with Disabilities Act, 2016) তাদের ক্ষেত্রে প্রযোজ্য করা হবে কি না, তাও খতিয়ে দেখা হবে।আদালত প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষা প্রধান, সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, প্রাক্তন সেনা কল্যাণ দপ্তর এবং সমাজকল্যাণ মন্ত্রকের প্রতিবন্ধী দপ্তরকে নোটিস পাঠিয়েছে।

আদালত জানায়, কেউ সুস্থ হয়ে উঠলে পুনরায় বাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগ বা অন্য কোনোভাবে পুনর্বাসনের ব্যবস্থা খোঁজা হবে। তবে যেহেতু এই ক্যাডেটরা কমিশনপ্রাপ্ত নন, তাই বর্তমানে তাদের এক্স-সার্ভিসম্যান সুবিধা বা বিমা নেই।অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতকে জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জবাব দেবেন। আদালত ক্যাডেটদের পক্ষে উপস্থিত আইনজীবীকেও প্রস্তাব দিতে বলেছে।

Related posts

Leave a Comment