November 1, 2025
দেশ

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের মনোনয়নে আনন্দিত মা জানকী আম্মাল

মহারাষ্ট্রের রাজ্যপাল ও এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের মনোনয়নে পরিবারের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। তিরুপ্পুরে বাড়িতে কেক কেটে ছেলের রাজনৈতিক সাফল্য উদযাপন করেন তাঁর মা জানকী আম্মাল। তিনি জানান, ছেলের নাম রাখা হয়েছিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে, এই আশা নিয়ে যে একদিন তিনিও জীবনে বড় কিছু করবেন।

জানকী আম্মালের কথায়, “আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।” তিনি ছেলের জয়ের জন্য প্রার্থনা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানান। পশ্চিম তামিলনাড়ুর ওবিসি গাউন্ডার সম্প্রদায়ের বাসিন্দা রাধাকৃষ্ণন দেশের তৃতীয় উপরাষ্ট্রপতি হতে চলেছেন যিনি তামিলনাড়ু থেকে উঠে আসবেন। এর আগে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন ও আর. ভেঙ্কটরামন এই পদে অধিষ্ঠিত হন এবং পরে রাষ্ট্রপতি পদেও আসীন হয়েছিলেন। রাজ্যের সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন ড. এ.পি.জে. আবদুল কালাম।

Related posts

Leave a Comment