বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) আগামী ৯ সেপ্টেম্বরের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণনকে প্রার্থী ঘোষণা করেছে। দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা করেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা। তিনি জানান, বিরোধী দলগুলির সঙ্গেও আলোচনায় বসা হবে যাতে নির্বিঘ্ন বা সর্বসম্মত নির্বাচন নিশ্চিত করা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাধাকৃষ্ণনের নিষ্ঠা, বিনয় ও প্রজ্ঞার প্রশংসা করে বলেন, তিনি তামিলনাড়ুর তৃণমূল স্তরে ব্যাপক কাজ করেছেন এবং সাংসদ ও রাজ্যপালের অভিজ্ঞতা তাঁকে সাংবিধানিক বিষয়ে সমৃদ্ধ করেছে।
তামিলনাড়ু বিজেপি সভাপতি কে. অন্নামলাইও এনডিএর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাধাকৃষ্ণনকে জনসেবায় নিবেদিত বলে উল্লেখ করেছেন।এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগের পর। গত ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণে তিনি দায়িত্ব ছাড়েন।
previous post
