November 1, 2025
দেশ বিদেশ

ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে নয়াদিল্লি সফরে চিনা বিদেশমন্ত্রী

ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মাঝেই দিল্লি সফরে আসছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। আলোচনায় মূল ইস্যু গলওয়ান সংঘাত-পরবর্তী সীমান্ত পরিস্থিতি।

ভারত চাইছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এখনও মোতায়েন থাকা লাল ফৌজ দ্রুত সরানো হোক। সূত্রের দাবি, এই বৈঠকেই তৈরি হবে আগামী এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ভিত্তি।

ছাড়াও সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রসঙ্গও আলোচনায় উঠতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিপুলেখ, শিপকি লা ও নাথু লা দিয়ে আবারও ব্যবসা শুরু করার দিকেই নজর দুই দেশের।

Related posts

Leave a Comment