November 1, 2025
দেশ

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর স্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে ইডির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তীব্র তিরস্কার করে সুপ্রিম কোর্ট সোমবার প্রশ্ন তুলেছে যে কেন কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে? কর্ণাটক হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল খারিজ করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী বি এম পার্বতী এবং রাজ্য মন্ত্রী বি এস সুরেশার বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করে মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষ (মুডা) জমি বরাদ্দ বিষয়ে আদালতের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে।

শুরুতে, প্রধান বিচারপতি B.R এর নেতৃত্বে একটি বেঞ্চ। গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনও আবেদনটি গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছেন। ইডি-র আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “ভোটারদের সামনে রাজনৈতিক লড়াই হোক। কেন আপনাকে সারা দেশে বলা হচ্ছে?”

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে প্রধান বিচারপতি গাভাই বলেন, “মি. রাজু। দয়া করে আমাদের মুখ খুলতে বলবেন না। অন্যথায়, আমরা ইডি সম্পর্কে কিছু কঠোর মন্তব্য করতে বাধ্য হব। দুর্ভাগ্যবশত, মহারাষ্ট্রে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। আপনারা এখন সারা দেশে এই হিংসা স্থায়ী করবেন না। রাজনৈতিক লড়াই ভোটারদের সামনে হোক। কেন তোমাকে ব্যবহার করা হচ্ছে…? “

Related posts

Leave a Comment