27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

ফাঁকা রাস্তা,মোড়ে মোড়ে পুলিসি টহলদারি,গাড়ি ভাঙচুর,পুলিশের সাথে বচসা,রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে

দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরি তে ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই জন্যে আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমত বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হেরাস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরির বাঁশগরায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে।

Related posts

Leave a Comment