নিজস্ব সংবাদদাতা: বৃহত্তর আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলার কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে ভারতীয় কিষান সঙ্ঘ। এজন্য সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক দীপঙ্কর নন্দী দিনরাত এক করে গ্রামে গ্রামে ঘুরে সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। কৃষকদের চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূল দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। চাষের বিকল্প পথ এবং কৃষকদের বিভিন্ন দাবিদাওয়াগুলি পূরণে আগামীতে কেন্দ্র ও রাজ্য সরকারকে বাধ্য করতেই তাঁর এই সাংগঠনিক প্রয়াস।
জেলার কৃষি সমস্যা ও কৃষকদের প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে সজাগ করতে শুধু প্রবীণ কৃষক নয়, তাঁদের সঙ্গে কৃষি পরিবারের বালক ও কিশোরদেরও সামিল করেছেন, যাতে আগামী দিনে তাঁরা জেলার আধুনিকমনস্ক ও দায়িত্বশীল কৃষক হয়ে উঠতে পারে এবং পূর্ব পুরুষদের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে জেলার কৃষিক্ষেত্রে কৃষি বিপ্লব ঘটাতে পারে।
