ভাঙ্গড়: তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় এবার তদন্তে নামলো ফরেনসিক্স বিভাগের বিশেষজ্ঞ আধিকারিকরা। বৃহস্পতিবার বিকালে তাঁরা পৌঁছান ঘটনাস্থলে এবং শুরু হয় প্রমাণ সংগ্রহের কাজ।
ঘটনাস্থলে পড়ে থাকা বাইক, রক্তের দাগ, আশপাশের মাটি ও অন্যান্য বস্তু থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়। আধিকারিকদের বক্তব্য, খুনের ঘটনার সঙ্গে জড়িত যেকোনও সূত্র বা আলামত তারা খুঁটিয়ে দেখছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হয়েছে।
ফরেনসিক তদন্তে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, কতটা দূর থেকে গুলি চালানো হয়েছে, এমনকি অপরাধীর উপস্থিতির চিহ্ন—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।
next post