আর্থিক ফায়দা রয়েছে এমন ভোটকে তৃণমূল নেতৃত্ব গুরুত্ব দিলেও বার অ্যাসোশিয়েশনের ভোটকে গুরুত্বই দিচ্ছেনা দলের জেলা নেতৃত্ব, এমনই অভিযোগে সরব হয়ে তৃনমূল আাইনজীবী সেল ও সরকারি সহ-সরকারি আইনজীবী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি তথা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর আইনজীবী পার্থ সারথি মাইতি। তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের বক্তব্য,সব নির্বাচন তৃণমূলের সম্মান রক্ষার নির্বাচন,বারের নির্বাচন তৃণমূলের লিগাল সেল দেখছে। আর এই নিয়ে একযোগে আক্রমণ শানিয়েছে বাম-বিজেপি
পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ভোট রয়েছে আগামী ২৫ শে জুলাই। কিন্তু ভোটের আগেই রাজ্য তৃণমলের সহ- সভাপতি, কাউন্সিলর ও আইনজীবী পার্থ সারথি মাইতি তৃণমূলের আইনজীবি সেলের সদস্যপদ ও সরকরি প্যানেল ক্রিয়েটারের পদ থেকে ইস্তফা দিলেন। কেন পদত্যাগ করলেন তিনি? সে বিষয়ে তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন-,বার অ্যাসোসিয়শনের ভোট নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বর কোনো হেলদল নেই। এমনকি, সমবায় সহ অন্যান্য ভোটে যে সব জায়গায় অর্থনৈতিক ফায়দা রয়েছে সেইসমস্ত ভোটে তারা মাঠে নামলেও বার অ্যাসোসিয়েশনের ভোটকে পাত্তাই দিচ্ছেন না তারা।
বাইট- পার্থ সারথি মাইতি রাজ্য তৃণমূল যুব সহ-সভাপতি, ১০নং ওয়ার্ড তৃনমূল কাউন্সিলর, তমলুক পুরসভা।
পার্থ সারথি মাইতি যে ইস্তফা দিয়েছে এখনও তা নজরে আসেনি, তবে যেহেতু তিনি পদত্যাগ করেছেন তা বার অ্যাসোসিয়েশনের ভোটের আগেে নেতৃত্বরা বসে ঠিক করবে কি করা যায়, আর অর্থনৈতিক ব্যাপার ঠিক নয় সমস্ত ভোটকেই সমান গুরত্ব দেওয়া হয় জানালেন তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়।
previous post