27 C
Kolkata
August 1, 2025
Featured

রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

বেহাল রাস্তা। রোগী থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করলেন। দাবি পূরণ না হলে, ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন। এই বিষয়ে এলাকায় শুরু হয়েছে, রাজনৈতিক চাপানউতোর

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সরিষা থেকে মীরগোদা পর্যন্ত রাস্তা বেহাল। প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তা। ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। স্কুলছাত্রী, অফিসযাত্রী এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছেন। পরিস্থিতি এমন যে, রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না।

দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি। বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয় নি বলে এলাকাবাসীর অভিযোগ। তাই রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

Related posts

Leave a Comment