স্বাস্থ্য ক্ষেত্রে ফের উন্নয়নের ধারা বজায় রাখল নদীয়ার শান্তিপুর পৌরসভা। শান্তিপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র হোমিওপ্যাথি পরিষেবার উদ্বোধন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ড. ব্রোজোকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, ডেপুটি সি এম ও এইচ সুশান্ত দস্তিদার, আদর্শ আয়ুষ বিভাগের মেডিকেল অফিসার তাপস দাস, স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সহ শান্তিপুর পৌরসভার একাধিক পৌর কাউন্সিলর এবং এলাকার সাধারণ মানুষ। আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও, ভেষজ উদ্যান এর উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ক্ষেত্রে বারবার একাধিক ভাবে স্বাস্থ্যের উন্নয়নের জন্য একের পর এক পরিষেবা দিচ্ছে শান্তিপুর পৌরসভা তারই প্রতিফলনস্বরূপ এই আদর্শ আয়ুশ হোমিওপ্যাথি পরিষেবা স্বাস্থ্য কেন্দ্র।
previous post