আজ গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনটি তে ভক্তরা তাদের অভীষ্ট , গুরুকে অন্তরের শ্রদ্ধা ও প্রনাম নিবেদন করে।
বেলুড় মঠেও আজ সকাল থেকেই দূর -দূরান্ত থেকে অগনিত ভক্ত তাদের গুরুদেব কে শ্রদ্ধা জানাতে এসেছেন।
হাতে শুভ্র-শ্বেত পদ্ম ও পুজার ডালি নিয়ে সারিবদ্ধ ভাবে গিয়ে তাদের স্ব-স্ব গুরু কে প্রনাম নিবেদন করছেন।
আজ বেলুড় মঠে মঠাধ্যক্ষ্য ছাড়াও অন্য দুই সহ-মঠাধ্যক্ষ প্রনাম গ্রহন করে আশীর্ব্বাদ দান করছেন। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম।