25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

জেলা যুব কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হলো

রবিবার সকালে আসানসোলে এক বেসরকারি হোটেলে জেলা যুব কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, হরজিৎ সিং সহ বিভিন্ন কংগ্রেস নেতৃত্বর সাথে যুব কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন।

সম্মেলনে বেকার যুবকদের চাকরির দাবি নিয়ে আলোচনা করা হয়, যুব কংগ্রেসের নেত্রী জানান একদিকে যখন চাকরি নেই সেখানে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে শিক্ষকদের এবং আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গিয়ে রাস্তায় বসেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী বলছেন তিনি সব চাকরি হারাদের মাসিক অনুদান দেবেন তিনি এই টাকা জনগণের টাকা থেকে দেবেন এই অধিকার তাকে দেওয়া হয় নি মূখ্যমন্ত্রী আছেন বলে যা খুশী করবেন এটা যুব কংগ্রেসের কর্মীরা মানবে না। দেবেশ চক্রবর্তী জানান দূর্গাপুরের এ্যালয় স্টীল কোম্পানিতে পয়সা নিয়ে ভিন রাজ্যের শ্রমিক নিয়োগ করা হচ্ছে তার প্রতিবাদ কংগ্রেস থেকে করা হচ্ছে।

Related posts

Leave a Comment