November 3, 2025
দেশ

ইসকন রাজাপুর মায়াপুরের রথযাত্রা মানব মেলবন্ধনের মিলন উৎসব

রসিক গৌরাঙ্গ দাস
জনসংযোগ আধিকারিক
ইসকন, শ্রীমায়াপুর
নদীয়া,

সংবাদকলকতা: প্রতি বছর ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা যথাযথ উৎসাহ- উদ্দিপনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়।মায়াপুরের রাজাপুর গ্রামে রয়েছে শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দির। সকাল সন্ধ্যায় এই প্রশান্ত পল্লীতে শোনা যায় সংকীর্তনের ধ্বনি।

মানুষের মহামিলনের উত্তম ক্ষেত্র এই গ্রাম। পরস্পর পরস্পরকে সুখে, দু:খে আপন করে নেয় এই গ্রামের মানুষ। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে মানব-মেলবন্ধন ঘটে সকলের।এ বছর ২৭ শে জুন শুক্রবার ২০২৫ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে দুপুর ২ ঘটিকায় শুরু হবে রথযাত্রা।৫ কিলোমিটার অতিক্রম করে রথ যাবে শ্রীধাম মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে। উল্টোরথ(পুন:যাত্রা)৫ ই জুলাই শনিবার ২০২৫ পুনরায় রথ ফিরে যাবে রাজাপুরের জগন্নাথ মন্দিরে।২৭ শে জুন শুক্রবার ২০২৫ থেকে ৫ ই জুলাই শনিবার ২০২৫ পর্যন্ত ইসকন মায়াপুরে অস্থায়ী গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে জগন্নাথ দেব অবস্থান করবেন,এবছর পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে, সেখানেই চলবে ৫৬ ভোগ,দীপ দান, জগন্নাথ অষ্টকম্-স্তোত্র পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম,ভজন-কীর্তন,নাটক ও নৃত্যানুষ্ঠান এবং সর্ব সাধারণের মধ্যে প্রসাদ বিতরণ।

২৯ শে জুন রবিবার ২০২৫ বিকেলে শিশুদের জন্য মায়াপুর চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবানের প্রীতি লাভার্থে একটি ছোট্ট রথযাত্রার ব্যবস্থা থাকছে,১ লা জুলাই মঙ্গলবার ২০২৫ হেরা পঞ্চমী উৎসব পালন করা হবে।

গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি আসমুদ্রহিমাচলে ইসকনের তত্বাবধানে শতাধিক জায়গায় একযোগে এই আষাঢ়ের রথযাত্রা পালন করা হবে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে সেই সেই দেশের আবহাওয়া অনুযায়ী রথযাত্রা পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গে পুরির রথযাত্রার দিনই পালন করা হয়ে থাকে।জগন্নাথ!জগতের নাথ!জনগণের নাথ! সকলের ভালো লাগা এবং ভালোবাসার একমাত্র পাথেয়। রথযাত্রার দিনই তিনি রত্ন সিংহাসন থেকে নেমে আসেন রাজপথে।কেননা তিনি যে ভক্তবৎসল।ভক্তের মনোবাঞ্ছা পুরনের জন্য দর্শন স্পর্শনের জন্য সকলের কল্যাণের জন্য তাঁর এই পন্থার অবলম্বন।জাতি-ধর্ম -বর্ন নির্বিশেষে সকলের জন্য তাঁর কাছে অবারিত দ্বার।

রথযাত্রার দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এতদ্ অঞ্চলের অধিবাসীবৃন্দ।বাড়ীতে বাড়ীতে ভীড় উপচে পরে রথের দিনগুলিতে। সকলেই চান রথের রশিতে টান দিতে, প্রনাম জানাতে, প্রসাদ পেতে। সকলকে একসূত্রে বেঁধে দেয় রাজাপুর মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা। প্রশান্ত পল্লী-রাজাপুর,শ্রী শ্রী জগন্নাথদেবের কৃপায় বর্তমানে রথযাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রূপ পেয়েছে।রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দের জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়।জগন্নাথ,বলদেব ও সুভদ্রাদেবীর জন্য নির্ধারিত তিনটি সুসজ্জিত রথ এগিয়ে চলবে,পথিমধ্যে বিভিন্ন স্থানে পূজা দেবার সুব্যবস্থা থাকবে, জল ও প্রসাদ বিতরণ কেন্দ্র থাকবে। রথযাত্রার শোভাযাত্রায় থাকবে চৈতন্য ঘরানার নৃত্য কীর্তন।শোভাযাত্রা এগিয়ে চলবে গন্তব্যস্থলে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষের সন্মিলিত অংশ গ্রহণে রথযাত্রা হয়ে ওঠে প্রানবন্ত।

বিশ্বের ১০০ টি দেশের প্রায় ৮০০ বড়ো শহরে রথযাত্রা পালন করা হয় ইসকনের তত্বাবধানে।সকলকেই সাদর আমন্ত্রণ রথযাত্রায় অংশ গ্রহণের জন্য। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাই বিশ্বশান্তি ও কল্যাণের জন্য। তীর্থযাত্রীদের নিরাপত্তা ও বিভিন্ন সুখ সুবিধার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে।সকলের সর্বাঙ্গীণ সহযোগিতা প্রার্থনীয়।

Related posts

Leave a Comment