November 1, 2025
দেশ

শিলিগুড়ি মহাকুমার মৌলানি জোত এলাকায়‌ গ্যাস ট্যাঙ্কার ও স্কুটির সংঘর্ষ, আহত তিনজন

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মৌলানি জোত এলাকায়‌ গ্যাস ট্যাঙ্কার ও স্কুটির সংঘর্ষ। এই ঘটনায় আহত তিনজন। জানা গিয়েছে এদিন একটি স্কুটিতে তিনজন ঘোষপুকুর থেকে বিধাননগর দিকে আসছিলেন। সেই সময় মৌলানিজোত পার্কিং থেকে একটি গ্যাস ট্যাঙ্কার বের হচ্ছিল।

তখনই স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কারের পেছনে সজোরে ধাক্কা মারে এবং ছিটকে পড়ে। গুরুতর আহত হয় স্কুটিতে থাকা তিনজন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।। অন্যদিকে এই দুর্ঘটনার পরেই গ্যাস ট্যাঙ্কারটি নিয়ে চম্পট দেয়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ।

Related posts

Leave a Comment