27 C
Kolkata
August 1, 2025
Featured

জলপাইগুড়ি

কাজে যাওয়ার পথে দুর্ঘটনা, ট্রলির ধাক্কায় গুরুতর আহত মহিলা পুলিশ কর্মী।আহত ওই মহিলা পুলিশ কর্মীর নাম হলদি রায়।সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ের ধূপগুড়ি শহর সংলগ্ন ২ নং ব্রিজ এলাকায়। জানা গেছে, এদিন জলঢাকার বাড়ি থেকে স্কুটি চালিয়ে ধূপগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ অফিসে যাচ্ছিলেন তিনি। সেসময় ২ নং ব্রিজ সংলগ্ন এলাকায় আসা একটি ট্রাক্টর ট্রলি তার স্কুটির পেছনে ধাক্কা মারে। ছিটকে পড়েন ঐ মহিলা পুলিশ কর্মী। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি হাসপাতালে ছুটে আসেন ধূপগুড়ি থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। ওই মহিলা পুলিশ কর্মীর মুখে এবং দুই পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঐ মহিলা পুলিশ কর্মীকে তার পরিবারের সদস্যরা জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়

Related posts

Leave a Comment