27 C
Kolkata
August 1, 2025
Uncategorized

চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতর মৃত্যু! ঝাড়গ্রাম মেডিকেল কলেজের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবজাতকের মৃত্যু! অভিযোগ হাসপাতালে কর্মরত চিকিৎসকের গাফলতির জেরেই ওই নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ঝাড়গ্রাম হাসপাতালের সুপার ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জামবনী থানার গিধনি এলাকার বাসিন্দা নীলাঞ্জনা সেতুয়ার প্রসব যন্ত্রনা নিয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হোন। দিনভর প্রসব যন্ত্রণায় ছটফট করেন ওই প্রসূতি। প্রসূতির পরিবারের অভিযোগ প্রসূতি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও চিকিৎসক ও নার্সরা কোনো গুরুত্ব দেননি।

এমন কি পেটের মধ্যে থাকা বাচ্চাটি ১৫ মিনিট আগে সুস্থ ছিল বলে জানায় চিকিৎসকরা। চিকিৎসার গাফিলাতির জেরে ওই শিশুর মৃত্যু হয়। অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন পরিবারের সদস্যরা।

Related posts

Leave a Comment