27 C
Kolkata
August 3, 2025
রাজ্য

ফের অবৈধ কয়লা বোঝাই মোটরসাইকেল ও বালি ভর্তি ট্রাক্টর সহ একব্যক্তি আটক কাঁকরতলা থানায়

পুলিশের ধরপাকড় স্বত্ত্বেও এক শ্রেণীর কয়লা বালি পাচারকারীরা পাচারের কাজে মরিয়া। পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে কখনো রাস্তার গতিপথ পরিবর্তন, তো কখনো অতি সন্তর্পনে ঝাড়খণ্ড সীমানা ব্যবহার করে আচমকা এলাকায় ঢুকে পাচার করা। এরূপ বিভিন্ন তথ্য কাঁকরতলা থানার ওসি গোপন সূত্র মারফত জানতে পারেন এবং সেই মোতাবেক জাল বিস্তার করে অভিযান চালাতেই মেলে সাফল্য। জানা যায় বৃহস্পতিবার রাতে কল্যাণপুর-রসা সড়কের উপর অভিযান চালানোর সময়

কোনও চালান ছাড়াই ১০০ ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক্টর সহ গাড়ির চালক ভীম বাগদিকে (৩৪) আটক করে। ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয়।
পাশাপাশি শুক্রবার ভোরের দিকে স্থানীয় থানার পেঞ্চালিয়া-ডেমুরিয়া রাস্তার উপর অভিযান চালিয়ে

ঝাড়খণ্ডের নলা থানার দিক থেকে আগত চারটি বস্তায় প্রায় চার কুইন্টাল অবৈধ কয়লা বোঝায় একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। যদিও পাচারকারী পুলিশ গাড়ি দেখা মাত্রই রাস্তার মধ্যে মোটরসাইকেল ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যে কাঁকরতলা থানার পুলিশ এবিষয়ে
তদন্ত শুরু করেছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment