30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

একটি নির্মীয়মান বাড়ির মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধপোড়া দেহ উদ্ধার

শ্যামপুকুর ৯ নম্বর নিবেদিতা লেনে একটি নির্মীয়মান বাড়ির মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধপোড়া দেহ উদ্ধার করল শ্যামপুকুর থানার পুলিশ। মৃতের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহের পাশ থেকে একটা পেট্রোলের বোতল পাওয়া গিয়েছে। ওই ব্যক্তি কেন এবং কিভাবে ওই নির্মীয়মান বাড়ির ভিতরে পৌঁছলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান, বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে দেহটি নির্মীয়মান বহুতলের পাশে ফেলে দেওয়া হয়েছিল। প্রমাণ লোপাটের জন্যই দেহে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Related posts

Leave a Comment