বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলতে পুলিশের অ্যাকশনে কারও ভাঙল ‘পা’, কারও হাতে রক্ত, কারও ছিঁড়ল জামা। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল সল্টলেকের বিকাশভবন চত্বরে। চাকরিহারা শিক্ষকদের গলাধাক্কা পুলিশের, এমনকি চাকরিহারা শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিচার্জও চলে।
বৃহস্পতিবার দিনভর বিকাশ ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি উত্তেজনার রেশ শুক্রবার সকালেও। আজ সকালে পুলিশ আবার ব্যারিকেডকরে দেয় রাস্তায়। তার পাশাপাশি ব্যারিকেড মজবুত করার জন্য বাঁশ দিয়ে বেঁধে দেয়। সেই ব্যারিকেড সরিয়ে দিয়ে বঞ্চিত শিক্ষকরা পুনরায় অবস্থানে বসেন।
previous post