29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক

ভারত বিরোধী মন্তব্যের জেরে এগরায় স্কুল শিক্ষককে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের হাতে আটক এক প্রাথমিক শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সামসের আলম খান, যিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক সাথে গ্রামীণ চিকিৎসকও বটে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। প্রসঙ্গত জঙ্গিরা পহেলগাঁও হত্যাকান্ড চালানোর পরে সারা দেশ জুড়ে দাবি উঠেছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকদিন ধরে পাকিস্তানে থাকা বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। সেই কাজকে সাধুবাদ জানিয়ে উৎসবে মেতেছে দেশবাসী। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের একজন নাগরিক ও পেশায় শিক্ষক হয়েও কখনো পাকিস্তান জিন্দাবাদ, কখনো ভারত শেষ হয়ে যাবে বলে সমাজ মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করছেন সামসের আলম। ঐ শিক্ষকের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় বাসুদেবপুরের বাসিন্দা সচিন সিনহা। তিনি বলেন, সারা দেশ যখন কেন্দ্র সরকার ও ভারতীয় সেনার পাশে, তখন ঐ শিক্ষক লাগাতার দেশ বিরোধী মন্তব্য করছেন। আমরা এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশকে অনুরোধ করব, দ্রুত আইনত ব্যবস্থা নিতে। অভিযোগ জানানোর কয়েকঘণ্টার মধ্যে কড়া পদক্ষেপ নিল এগরা থানার পুলিশ। রবিবার দুপুর ২. ৩০ টা নাগাদ ঐ স্কুল শিক্ষককে বাড়ি থেকে আটক করে এগরা থানায় নিয়ে এসেছে পুলিশ। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

Related posts

Leave a Comment