30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

উচ্চমাধ্যমিকে রাজ্যের নবম স্থান, জিতেন্দ্রলাল বিদ্যাভবনের নাজফার ইতিহাস গড়লো👇👇

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করলেন রামপুরহাটের ছাত্র নাজফার রহমান। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯। ছাত্রের বাড়ি রামপুরহাট এক নম্বর ব্লকের কুসুম্বা পঞ্চায়েতের শান্তিপাড়ায়।
নাজফার রামপুরহাট শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘জিতেন্দ্রলাল বিদ্যাভবন’-এর ছাত্র। আরও গর্বের বিষয়, তাঁর বাবা সেই স্কুলেরই ইংরেজির শিক্ষক। এই কৃতিত্ব শুধুমাত্র নাজফারের একার নয়— এতে প্রতিফলিত হয়েছে পরিবার, বিদ্যালয় এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা।

ছাত্রের এই অসামান্য সাফল্যে আনন্দে ভাসছে রামপুরহাট শহর। নাজফারের বাড়িতে চলছে মিষ্টিমুখ, অভিনন্দনের ঢল বয়ে যাচ্ছে বিদ্যালয় থেকেও। জিতেন্দ্রলাল বিদ্যাভবন আবারও প্রমাণ করলো, শিক্ষায় তারা জেলার এক উজ্জ্বলতম নাম।
পড়াশোনার পাশাপাশি নাজফার ভীষণই শান্ত স্বভাবের ও মননশীল। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে। রাজ্য মেধা তালিকায় তার নাম ওঠায় তার বন্ধু ও সহপাঠীদের মধ্যেও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

Related posts

Leave a Comment