মঙ্গলবার রাতে ভারতের অপারেশন সিঁদুরের জেরেপ্রচুর জঙ্গির মৃত্যু হয়েছে। এবার লস্কর-ই-তৈবাএবং জইশ-ই-মহম্মদ জঙ্গিদের দেহ নিয়ে এবার শোক মিছিল বেরোল পাকিস্তানে। সেখানে দেখা গেল সামনের সারিতে রয়েছে পাক সেনাবাহিনী এবং আইএসআই-এর শীর্ষ কমান্ডাররা। আল্লার নাম নিয়ে কফিন বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সব জঙ্গিদের মৃতদেহ। কফিনে দেওয়া পাক জাতীয় পতাকা। দেখে মনে হবে এই জঙ্গিরাই এক এক জন পাক বীর সৈনিক।