November 1, 2025
Featured

রাজগ্রামের দুই কৃতি ছাত্রীকে সংবর্ধনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খানের

রাজগ্রাম: রাজগ্রামের দুই মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্যে গর্বিত গোটা এলাকা। সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজগ্রাম SRR উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী, অঙ্কিতা ভকত ও প্রিয়াঙ্কা দত্ত যুগ্মভাবে ৬৬০ নম্বর পেয়ে বিদ্যালয়ের শীর্ষ স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের মোট ৪১১ পরীক্ষার্থীর মধ্যে ২৬৭ জন উত্তীর্ণ হয়েছে।
এই সাফল্যকে সম্মান জানাতে ৩ মে, শনিবার সন্ধ্যায় রাজগ্রামের বিশিষ্ট সমাজসেবী তথা বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান দুই ছাত্রীকে সংবর্ধনা জানান। তিনি তাদের বাড়িতে গিয়ে ফুলের তোড়া, ডায়েরী, পেন এবং মিষ্টির প্যাকেট উপহার হিসেবে তুলে দেন।
ছাত্রীরা জানিয়েছে, তারা উভয়েই বিজ্ঞান বিভাগে পড়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে চায়। তাদের এই সাফল্যে আনন্দিত স্থানীয় বাসিন্দারাও। সমাজসেবী সেরাজুল ইসলাম খান বলেন, “এই ধরনের মেধাবীদের উৎসাহিত করাই আমাদের দায়িত্ব। রাজগ্রামের গর্ব তারা।”
এমন উদ্যোগ ও সম্মাননা ভবিষ্যতের আরও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন এলাকাবাসী।

Related posts

Leave a Comment