34 C
Kolkata
April 23, 2025
দেশ

পহলগামে সন্ত্রাসবাদী হামলাঃ স্পষ্ট জবাবের আশ্বাস প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের পহলগামের বাইসারন উপত্যকায় সন্ত্রাসীদের গুলিতে 26 পর্যটক নিহত হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘জোরালো ও স্পষ্ট জবাব “দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার জারি করা এক বিবৃতিতে সিং এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে অভিহিত করে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্পের পুনরাবৃত্তি করতে চাই।সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।আমরা কেবল এই কাজের অপরাধীদের কাছেই নয়, পর্দার পিছনের অভিনেতাদের কাছেও পৌঁছব।অভিযুক্ত শীঘ্রই একটি জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই।

এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংহ, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ও নৌবাহিনী প্রধান দীনেশ ত্রিপাঠির সঙ্গে বৈঠক করেন তিনি।সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কিত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
লস্কর-ই-তৈয়বার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে।জম্মু ও কাশ্মীরের বিভাজন এবং 370 ধারা বাতিলের কয়েক মাস পর 2019 সালের অক্টোবরে এই সংগঠনটি অস্তিত্ব লাভ করে।স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, টিআরএফ লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি ফ্রন্ট এবং 2023 সালে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এর অধীনে নিষিদ্ধ করা হয়েছে।

Related posts

Leave a Comment