মুর্শিদাবাদের অশান্তি নিয়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে মামলাকারী আইনজীবীকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। মামলাকারী শশাঙ্ক শেখর ঝার কাছে বিচারপতিদের প্রশ্ন, তিনি যেসব তথ্য দিয়েছেন, তা তিনি কীসের ওপর ভিত্তি করে দিয়েছেন?
আইনজীবী আদালতে জানান, তিনি সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করেছেন। সুপ্রিম কোর্ট জানায়, নাগরিকদের সমস্যা নিয়ে মামলা শুনতে অসুবিধা নেই। কিন্তু এই মামলাটি শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে করা হয়েছে। মামলা দায়েরের পদ্ধতি সঠিক নয়। তথ্য এবং আইনি দিক থাকা উচিত ছিল বলে মত বিচারপতিদের।
