32 C
Kolkata
April 19, 2025
কলকাতা

যাদবপুরের বিজেপি নেতার বাড়িতে পাথর দিয়ে হামলা

মাঝরাতে বিজেপি নেতার বাড়িতে পাথর হামলা, ‘বের হলেই শেষ করে দেব’ হুমকি দুষ্কৃতীদের

যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়াদ্দারের বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা ৷ সেইসময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন ৷ বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবুও ৷ তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত ৷ সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা৷ রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে আসে ৷ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

মনোরঞ্জন বাবুর অভিযোগ, মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় ৷ এরফলে বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে৷ জানালার কাঁচ ভাঙা হয়েছে ৷ পাথর এসে ঢুকেছে ঘরের ভিতরেও ৷ বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো ৷ ঐ রুমে কেউ না খাকায় আহত হননি কেউ ৷ মোট ১০টির মতো পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ ৷ কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু ৷ রাজনৈতিক প্রতিহিংসা, নাকি দুষ্কৄতি হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ ৷

Related posts

Leave a Comment