30 C
Kolkata
August 3, 2025
দেশ

মুর্শিদাবাদে রাজ্যপাল অগ্রাহ্য করেন মুখ্যমন্ত্রীর অনুরোধ

ওয়াকফ আন্দোলনের জেরে অশান্ত মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কার্যত মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই তিনি বৃহস্পতিবার নবাবের জেলায় রওনা হলেন। যদিও রাজ্যপাল আগেই জানিয়েছিলেন, তিনি সুযোগ বুঝে মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারদের সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদ রওনা হওয়ার আগে রাজভবনে আসা বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেন।
রাজ্যপাল জানিয়ে দেন, মুর্শিদাবাদে যদি সত্যিই শান্তি ফিরে আসে, তাহলে তার থেকে ভাল খবর কিছু হতে পারে না। তাই সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন রাতেই তিনি মুর্শিদাবাদ রওনা হচ্ছেন।

প্রসঙ্গত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে। আবার রাজ্যপালও ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করবেন।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে গিয়েছিলেন। বৃহস্পতিবার সুকান্ত তাঁদের নিয়ে রাজভবনেও যান। সুকান্তর সঙ্গে রাজভবনে এসেছিলেন তাপস রায় ও রূপা গাঙ্গোপাধ্যায়। সেখানেই ঘরছাড়া বেশ কয়েকজন পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তিনি ঘরছাড়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা, অনুযোগ সবটাই শুনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, ঘরছাড়ারা তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শুধুমাত্র তাঁদের সঙ্গে কথা বলতেই এদিনের যাবতীয় কর্মসূচি বাতিল করে তিনি রাজভবনে এসেছিলেন।
তিনি জানিয়েছেন, ‘আমি একান্তই ব্যক্তিগত উদ্যোগে যাব। গোটা ঘটনার বাস্তবচিত্র চাক্ষুষ করতে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এহেন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের আরও কড়া পদক্ষেপ নিতে হবে। মুর্শিদাবাদের মানুষ সেখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চেয়েছেন। তাও খতিয়ে দেখা হবে।’

Related posts

Leave a Comment