November 3, 2025
সাহিত্য

“শুভ নববর্ষ”

প্রতীকী চিত্র

অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ

অতীত যায়না ভোলা,দাগ কাটে মনে,
ভেজাল শিক্ষা ব্যবস্থা, সাধু চোর বনে,
চাল কাঁকড় মিশ্রন,অসাধু বিপনে,
পাঠশালায় পণ্ডিত, নামতা না জেনে!

গনেশের পেট মোটা, ঘুষের আসনে,
নববর্ষে লাড্ডু বিলি,উন্নয়ন পণে,
নৈবেদ্য সাজিয়ে রাখে,মায়ের চরণে,
মায়ে পোয়ে ভাগাভাগি,লুঠ পরিজনে।

জাবদা খাতায় শোধ, সুদ সহ ঋণে,
বছর ফিরে আবার,নব আচ্ছাদনে,
অতীতের ইতিহাস,জানে হনুমানে,
লঙ্কাকান্ডে মুখ পোড়া,ঢাকবে কেমনে?

পুরাতনকে বিদায়, ঢাকি বিসর্জনে,
নববর্ষকে স্বাগত, পুতনা মারণে।

Related posts

Leave a Comment