April 16, 2025
রাজ্য

দলে কোর কমিটির বৈঠকে গরহাজির অনুব্রত, প্রশ্ন তুললেন কাজল শেখ

ফাইল চিত্র

দীর্ঘ তিন মাস পর ফের বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হয়। এই কোর কমিটি বৈঠক নিয়ে এতদিন অনেক জল্পনা কল্পনা চলছিল। অবশেষে তার অবসান হল। যদিও কমিটির বৈঠকে দলের আভ্যন্তরীণ কথাবার্তা হয়েছে বলে জানা যায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল কোর কমিটির বৈঠকে আরও দুই সদস্য অনুপস্থিত। তাঁরা হলেন অনুব্রত মন্ডল ও সুদীপ্ত ঘোষ। যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের অন্যতম নেতা কাজল শেখ।

কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানান, অনুব্রত মণ্ডল দেউচা পাঁচামিতে জরুরি বৈঠকে যোগদান করতে গিয়েছেন। আর সুদীপ্ত ঘোষের শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেন নি। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

কিন্তু বীর তৃণমূলের কোর কমিটির বৈঠকে অনুব্রতের গরহাজির নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। বৈঠক শেষে সাংবাদিককদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কী কারণে তিনি গরহাজির হয়েছেন বলতে পারব না। দেউচা পাঁচামি নিয়ে আজকে কলকাতাতে মিটিং ছিল। কিন্তু দেউচাতে কোনও মিটিং আছে বলে আমার মনে হয় না।’

Related posts

Leave a Comment