37 C
Kolkata
April 5, 2025
সাহিত্য

বসন্ত উৎসব

প্রতিনিধিত্বমূলক চিত্র

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।

হোলি উৎসব বসন্তে, রঙের খেলায়,
প্রকৃতির শোভা জাগে, গাছের শোভায়,
শিমুল পলাশ লালে, মাতে দুনিয়ায়,
কৃষ্ণচূড়া দৃশ্য মান, রক্তিম আভায়।

রোগের প্রতিষেধক, গুণ চামড়ায়,
কৃত্রিম নকল রঙে,দেহ চুলকায়,
বৃন্দাবনে রাধা কৃষ্ণ,গোপীর মেলায়,
আবীর রং মাখামাখি, প্রেমের লীলায়।

আলকাতরা মোবিল,কুকুরের গায়,
খেলাচ্ছলে অসভ্যতা, মদের নেশায়,
অনিচ্ছুক মানুষকে, নোংরায় ডোবায়,
উৎসব মরণ খেলা, প্রতিযোগিতায়।

উৎসবের মাতামাতি, গণ্ডি সীমানায়,
সীমা অতিক্রমে দ্বন্দ্বে, সরকারি দায়!

Related posts

Leave a Comment