দীননাথ চক্রবর্তী
ও সখীলো গাছে গাছে হোলিবোল ফুটিলো ,
রঙে রঙে রামধনু মন ভাষায় ভাষায় সাজিলো।
মন বুঝিলো মন রাঙিলো রঙে রঙে সাতরঙে ,
আয় আয় আয় আয় চলে আয় রঙের বেলা খেলি `লো।
উঠবে রেঙে ক্লান্তি ভুলে জীবনবেলা এইবেলা ,
শিশু কিশোর সন্ধি সাঁঝ সাতবেলা হরবোলা।
রেঙে রেঙে রাঙিয়ে দিয়ে রঙের সখা কৃষ্ণ রাই ,
হৃদয় হৃদয় যুগল মিলন মনের ভাবের রঙ ছোঁয়াই।