অরবিন্দ সরকার, বহরমপুর
হে
বাপ্
শিবেশ
বেলপাতা
ধুতরা ফুলে
সন্তুষ্ট পূজায়
দক্ষিনা ঘুষ নিলে?
বঙ্গে কাটমানি পূজা
দুয়ারে দাঁড়িয়ে শ্রী সেবা
গঞ্জিকা, বোতলে সুধা
যুবকেরা উচ্ছন্নে
টাকায় চাকুরী
বেচে বাসন
উন্নয়ন
দাঁড়িয়ে
পথে
যে।
