বুধবার সকালে উইকেটে পুজো দিয়ে প্রস্তুতিতে নেমে পড়ে নাইট শিবির। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অধিনায়ক অজিঙ্কা রাহানে ও কিউরেটর সুজন মুখার্জি নারকেল ফাটিয়ে উইকেটে বল করেন। ফুল-মালা ও ধূপ জ্বালিয়ে স্ট্যাম্প পুজো করা হয়। তারপরেই অনুশীলনের পর্বটা শুরু হয়ে যায়। নেটে কখনও দেখা গেল মনরিক নোখিয়াকে।
বেশ কিছু ক্রিকেটার ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। আর এই খেলোয়াড়দের পৌঁছনোর সঙ্গে সঙ্গে আইপিএলের উত্তাপ চড়চড় করে বাড়ছে। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও স্পেন্সার জনশন এখনও শিবিরে যোগ দেননি। শুরু থেকেই কলকাতা নাইটরাইডার্সের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের ব্যস্ত রাখতে চাইছেন।
previous post